করোনা ভাইরাসে অসহায় মানুষের মাঝে এান বিতরণ।

#খাবার_আমার_একার_নয়, #ক্ষুধাকে_এবার_করব_জয়। এই স্লোগানকে সামনে রেখে... বৈশ্বিক মহামারী করোনাভাইরাস(COVID-19) পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোর পাশে দাড়াতে দেশব্যাপী ৬০ হাজার পরিবারকে ৪ মাস পর্যন্ত খাদ্য সহায়তা দেবার #বিডি_ক্লিন সংগঠনের প্রয়াসে, বিত্তবানদের সহযোগীতায় চলছে এই মহান কর্মযজ্ঞ। এরই ধারাবাহিকতায় ডামুড্যা উপজেলায় আজ থেকে করোনা পরিস্থিতির শিকার পরিবারগুলোর কাছে পৌঁছানো শুরু হলো খাদ্য দ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। আর এই দ্রব্য সামগ্রী বাড়ীতে গিয়ে পৌঁছে দিচ্ছে #বিডি_ক্লিন_ডামুড্যা। বিডি ক্লিন ডামুড্যা কর্তৃক মাঠ পর্যায়ে গিয়ে ডামুড্যা উপজেলায় করোনা পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় হয়ে পড়া প্রায় ২৫০ পরিবারকে সনাক্ত করা হয়েছে। যাদের পর্যায়ক্রমে সকলকে এই খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সহায়তার আওতায় আনা হবে। ৪ মাস পর্যন্ত এসব পরিবার বিডি ক্লিনের ব্যবস্থাপনায় যেসকল দ্রব্যাদি পাবে তা নিম্নরুপঃ ১। চাল ২। ডাল ৩। আলু ৪। তেল ৫। সাবান ৬। গুড়া সাবান ৭। লবন ৮। পেয়াজ ৯। হলুদ ১০। মরিচ ১১। রসূন ১২। আদা ১৩। ঔষধ খরচ বাবদ নগদ টাকা প্রদান ১৪। শাঁক সবজি ক্রয় বাবদ নগদ টাকা প্রদান। আসুন আমরা সকলেই নিজ নিজ জায়গা থেকে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোর পাশে দাড়াই। আসুন অতি প্রয়োজন ব্যতীত বাড়ীর বাইরে যাওয়া হতে বিরত থাকি, নিজে নিরাপদ থাকি, নিজের পরিবারকে নিরাপদ রাখি, দেশকে নিরাপদ রাখতে সহায়ক হই। #PleaseStayHome #COVID19
Number of participants
5
Service hours
10
Topics
Youth Programme
Growth
Youth Engagement

Share via

Share