Profile picture for user rover rashed
Bangladesh

কোভিড-১৯ মহামারীতে মাস্ক বিতরণ

কোভিড-১৯ মহামারীতে মাস্ক খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা বাড়ির বাইরে যাওয়ার সময় লোকেদের মাস্ক ব্যবহার করা বাড়ানোর জন্য প্রোগ্রামটি গ্রহণ করি। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রোগ্রামটি গ্রহন করা হয়

শহরের বিভিন্ন স্থানে ও নিজ ইউনিট এর রোভার স্কাউট ও তাদের পরিবার এর জন্য বিতরন করা হয়। সরকারি আজিজুল হক কলেজ বগুড়ার ক্যাম্পাস ,ক্যাম্পাস সংলগ্ন কামারগাড়ী ,রেলস্টেশন, রেলস্টেশন সংলগ্ন বস্তি,জামিলনগর গেট,সেউজগাড়ী মোড়ে বিতরণ করা হয়।

যারা মহামারী কোভিড-১৯ পরিস্থিতিতে মাস্ক ব্যবহার করেন না তাদের জন্য এটি খুবই কার্যকর

এখন থেকে আমরা শিখতে পারি কি ভাবে আমরা কোভিত-১৯ মহামারীতে আমরা নিজেরা সুরক্ষিত থাকবো, আমাদের পরিবার কে সুরক্ষিত রাখবো এবং আমাদের আাশেপাশের মানুষকে সুরক্ষিত রাখবো

Started Ended
Number of participants
25
Service hours
300
Beneficiaries
200
Location
Bangladesh
Topics
Healthy Planet
Health lifestyles
Communications and Scouting Profile
Initiatives
Environment and Sustainability

Share via

Share