কম্বল বিতরন
"বিজয়ের মাসে, বিজয়ীর বেশে" এই থিম নিয়ে বিজয় দিবস উপলক্ষে গত ২৫ শে ডিসেম্বর,২০২০ ঢাকার রায়ের বাজারে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গনে "লালবাগ ওপেন স্কাউট গ্রুপ" শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন লালবাগ ওপেন স্কাউট গ্রুপের সম্মানিত সম্পাদক জনাব আলহাজ্ব লিয়াকত হোসেন এবং ট্রেজারার জনাব সেলিমুর রহমান।
"বিজয়ের মাসে, বিজয়ীর বেশে"
#শীতবস্ত্র_বিতরণ_2020
#losg
#Bangladesh_Scouts
#Mop_Bangladesh
#aprscouting
#wosm