Profile picture for user fatema akhi_1
Bangladesh

কম ভাগ্যবান মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রচন্ডে শীতে রাস্তায় দিন কাটায় দিনমজুর সহ নানান পেশার মানুষ , একটু বসবাস এর জায়গার অভাব কিংবা অর্থের অভাবে কিনতে পারছেনা শীত বস্ত্র । কম ভাগ্যবানই মানুষদের পাশে কাজ করার উদ্দেশ্যে এই প্রজেক্ট করার ইচ্ছা পোষণ করে রোভার স্কাউট দল ।
২৩ শে ডিসেম্বর ২০২২ইং মধ্য রাতে, গ্রুপের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে গ্রুপ সম্পাদক জনাব শাকিল আহমেদের পরিকল্পনা ও সহ-সভাপতি জনাব নাজমুল হক টিটু এর নেতৃত্বে ঢাকার বিভিন্ন স্থানে গ্রুপের সাধ্য অনুযায়ী কম ভাগ্যবান শীতার্থদের কে কম্বল, শীতবস্ত্র ও প্রয়োজনীয় শীতের উপকরণ বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণের মাধ্যমে অনেকেই শীত থেকে রক্ষা পাবে সেই সাথে একটু সস্তিতে ঘুমাতে পারবে । শীতের সময় বস্ত্রের অভাবে অনেকেই মারা যায় বিভিন্ন রোগ বালাই এর কারনে , সেই থেকে রক্ষা পেয়ে মারা যাওয়ার হার কমে আসবে । প্রতিদিন কোন না কোন ভালো কাজ করার উদ্দেশ্য থেকে এবং অসহায় মানুষদের পাশে থাকার কথা চিন্তা করে আমরা এই কাজ করার ইচ্ছা পোষণ করি । উক্ত প্রজেক্টের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষদের হাসিমুখ দেখতে পারি এবং সামনে আরো কাজ করার অনুপ্রেরণা পাই।
Number of participants
1
Service hours
4
Beneficiaries
200
Topics
Civic engagement
Inner peace and spirituality

Share via

Share