Profile picture for user opurbo zaman jihad
Bangladesh

কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ ১৯৬তম ঈদ-উল-আযহার সেবা।

কিশোরগঞ্জ এর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৬তম ঈদ-উল-আযহার জামাতে কিশোরগঞ্জ জেলা রোভার এর পক্ষ থেকে সেচ্ছাসেবক হিসেবে সেবা প্রদান......... আমরা ৫০ জন সেচ্ছাসেবী হিসেবে কাজ করে। আমাদের কাজ হলো মানুষ যেগুলো টাকা দান করে তা আমরা সংগ্রহ করি এবং সেই টাকাগুলো গরিব আর অনাথদের দিয়া হয়। গরিব ও অনাথদের সাহায্য এই আমাকে এটি করতে রাজি করেছে। আমার অনুপ্রেরণা হলো মানবতা। আমাদের লক্ষ্য গরীরমুক্ত দেশ গড়া।
প্রকল্পটি প্রতি বছর ২ দিন হয় ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুইটি ঈদে হয়। এটিতে সাহায্য করেছেন জেলা প্রশাসন এবং কিশোরগঞ্জ জেলা রোভার সম্পাদক এল.এল.টি কামরুল আহসান এবং জেলা রোভার লিডারগন।
এই প্রকল্পে প্রায় লাখ হাজার টাকা হয়েছে। তা দিয়ে অনেক গরিব এবং অনাথ এর মুথে হাশি ফুটেছে।
গরিব এবং অনাথদের সাহায্য করলে নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যায় এবং আরও সাহায্য করতে হাত বাড়াতে কোনো দিধা হয় না।
Number of participants
1
Service hours
6
Beneficiaries
1400
Topics
Humanitarian action
Civic engagement
Better Choice

Share via

Share