কিভাবে মেসেঞ্জার অফ পিস এর রিং ব্যাজ অর্জন করা সম্ভব
কিভাবে মেসেঞ্জার অফ পিস এর রিং ব্যাজ অর্জন করতে পারব সে বিষয়ে একটি সেশন ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন মোঃ সাঈদ বাসিত, সম্পাদক, সপ্তনীল মুক্ত মহাদল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পিআরএস নাজমুল হাসান। সেশনে কিভাবে মেসেঞ্জার অফ পিস এর রিং ব্যাজ অর্জন করা যাবে তা শেখানো হয়। পূর্বে যারা রিং ব্যাজ অর্জন করেছে তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরে।