কারিগরি শিক্ষা ও মাদ্রাসা বোর্ড এর বিভাগীয় সচিবকে রিসিভ
কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব জনাব মুনশী শাহাবুদ্দীন আহমেদ স্যার ব.প.ই পরিদর্শনে আসেন! এসময় তাকে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের পক্ষ্য থেকে স্বাগত জানানো হয়! এরপর তিনি ব.প.ই. রোভার ডেন পরিদর্শনে আসেন! বিগত সময়ে অর্জিত অনার ফ্লাগ, ক্রেস্ট সহ পুরস্কারসমূহ পরিদর্শন করেন!
স্কাউটিং কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন!