কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
Profile picture for user MD.BAPPY_1
Bangladesh

কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত।

বাংলাদেশ স্কাউটস ও বাংলাদেশ স্কাউটস, এয়ার অঞ্চল এর ব্যবস্থাপনায় এবং কুর্মিটোলা জেলা এয়ার স্কাউটস এর অায়োজনে গত ১১ জানুয়ারি ২০১৯ তারিখে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা ঢাকা সেনানিবাস ঢাকায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। কোর্সে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা ও গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপ হতে ৩৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণকরে।

কোর্সের কোর্স লিডার হিসেবে স্কাউটার মোঃ ইউসুফ অালী এলটি ও কোর্স স্টাফ হিসেবে স্কাউটার মো: নজরুল ইসলাম এলটি, স্কাউটার ফারহানা রহমান সেতু পিঅারএস-উডব্যাজার, সিএএলটি, স্কাউটার মোঃ রাজন-উডব্যাজার এছাড়াও কুর্মিটোলা জেলা এয়ার স্কাউটস জেলা স্কাউট লিডার মোঃ ইমরান হোসেন ও অন্যান্য লিডারবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথমে ওরিয়েন্টেশন কোর্সের উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়। স্কাউট আন্দোলনের ইতিহাস ও পটভুমি, আন্দোলনের সাংগঠনিক কাঠামো, স্কাউটের মৌলিক বিষয় , বিভিন্ন শাখার প্রোগ্রাম এবং প্যাক, ট্রুপ মিটিং নিয়ে আলোচনা করা হয়।

সর্বশেষে সমাপনী অনুষ্টানে কোর্সের লিডারগন উপস্থিত থেকে অংশগ্রহণকারীগণকে সনদপত্র প্রদান করেন এবং ১ মাস পরে বেসিক কোর্সে অংশগ্রহনের আহবান জানিয়ে কোর্সের সমাপ্তি ঘোষনা করা হয়।

কোর্সটি বাস্তবায়নের জন্য বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা ও বাংলাদেশ স্কাউটস, কুর্মিটোলা জেলা এবং বিশেষ ভাবে বাংলাদেশ স্কাউটস ও বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চল এর সকলকে ধন্যবাদ জানানো হয়।

#ছবিঃ ওয়াকিল বোখারী রাব্বি
স্কাউট লিডার
গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপ

#Bangladesh_Scouts_Air_Region
#Kurmitola_District_Air

Number of participants
50
Service hours
300
Location
Bangladesh
Topics
Personal safety
Communications and Scouting Profile
Good Governance
Youth Engagement

Share via

Share