
কাব স্কাউটদের খাবার পরিবেশন
১০ম আঞ্চলিক কাব ক্যাম্পুরি তে খাদ্য বিভাগে সেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দান করেন খুলনা অঞ্চলিক পরিচালক জনাব সাইফুল ইসলাম স্যার, সেখানে আমরা সকল কাব স্কাউটদের খাবার তাদের তাবুতে গিয়ে পরিবেশন করি , সেখানে ৩টি র্সাব ক্যাম্প এ ১০ জন করে রোভাররে দায়িত্ব দেওয়া হয় ।