Jota joti jamboree 2019
বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার এর আয়োজনে অনুষ্ঠিত হলো জোটা জোটি ক্যাম্প ২০১৯। ঢাকা জেলা রোভারের ভেনুতে ৩০০ জন রোভার অংশগ্রহন করে এবং জতীয় সদর দপ্তরের ভেনুতে ২০০ জন রোভার অংশগ্রহন করে। তাছাড়া নিজ নিজ ইউনিটে আরো ২০০ জন রোভার অংশগ্রহন করে। জোটা জোটি ক্যাম্প এ অংশগ্রহণ করে তারা বিশ্ব স্কাউটস এর বিভিন্ন দেশের স্কাউটদের সাথে বন্ধুত্ব গড়ে তোলে। এই প্রোগ্রামটির মাধমাধ্যমে তারা স্কাউট.ওআরজিতে লগইন করে বিশ্ব স্কাউটস এর বিভিন্ন বিষয়ে ধারনা অর্জন করে।