Jota-joti -2020
বাংলাদেশ স্কাউটস,রাজশাহী জেলা রোভার কর্তৃক "Jota-joti-2019" - কোর্সের আয়োজন করা হয়।উক্ত কোর্সে রাজশাহী জেলা রোভারের কমিশনার, সম্পাদক, ডিআরএসএল,আরএসএল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৭ জন রোভার ও গার্ল-ইন-রোভার অংশগ্রহণ করেছি।এছাড়াও উক্ত কোর্সে রাজশাহী জেলা রোভারের বিভিন্ন ইউনিট থেকে আরও বিভিন্ন স্তরের রোভার ও গার্ল-ইন-রোভারবৃন্দরাও উপস্থিত ছিলেন।