Jota Joti 2017 at Dhaka Zila Rover
Profile picture for user MD.BAPPY_1
Bangladesh

Jota Joti 2017 at Dhaka Zila Rover

ঢাকা জেলা রোভারের আয়োজনে জোটা-জোটি’র উদ্বোধন ঢাকা; ২০ অক্টোবর ২০১৭ (শুক্রবার): জাম্বুরি অন দ্য এয়ার (জোটা) ও জাম্বুরি অন দ্য ইন্টারনেট হলো বিশ্বব্যাপি স্কাউটদের অনলাইন প্রোগ্রাম। এতে ইন্টারনেট ও অ্যামেচার রেডিও ব্যবহার করে কিভাবে সহজতর উপায়ে যোগাযোগ স্থাপন করা যায় সে বিষয়ে স্কাউট ও রোভার স্কাউটদের হাতে-কলমে অবহিত করা হয়। এ বছর বিশ্বব্যাপি ২০-২২ অক্টোবর ৬০তম জোটা ও ২১তম জোটি অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা জেলা রোভারের আয়োজনে জোটা-জোটি কার্যক্রম জেলা রোভারের স্পেশাল ইভেন্টস বিভাগ বাস্তবায়ন করছে রাজধানীর মোহাম্মপুরের গ্রাফিক আর্টস ইন্সটিটিউটে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা জেলা রোভারের সহকারি কমিশনার (স্পেশাল ইভেন্টস) জনাব ফরহাদ হোসেন, পিআরএস। অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা জেলা রোভারের সম্পাদক জনাব মু. ওমর আলী, এলটি। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ঢাকা জেলা রোভারের সহকারি কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) জনাব মো. বাদশাহ আলমগীর, উডব্যাজার; গ্রাফিক আর্টস ইন্সটিটিউটের রোভার লিডার জনাব শাহীন আক্তার ও জনাব মো. আলী হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাফিক আর্টস ইন্সটিটিউটের প্রিন্টিং টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো. মোফাখারুল ইসলাম। বাংলাদেশ স্কাউটসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে দেশব্যাপি ছয়টি স্টেশনে অ্যামেচার রেডিও’র মাধ্যমে ‘জাম্বুরি অন দ্য এয়ার (জোটা)’ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।স্টেশনগুলি হলো- স্কাউট সদর দফতর, ঢাকা; গ্রাফিক আর্টস ইন্সটিটিউট, মোহাম্মদপুর, ঢাকা; সামসুল হক স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা; সিভিল এভিয়েশন স্কুল, কুর্মিটোলা, ঢাকা; প্রিন্স আগা খান স্কুল, শেখ পাড়া, খুলনা এবং স্কাউট ভবন, দিনাজপুর। ঢাকা জেলা রোভারের জোটি কার্যক্রম পরিচালনা করছেন হ্যাম জনাব নজরুল ইসলাম ও জনাব রবিউল হাসান মনা। ২০ অক্টোবর- প্রথম দিনের কার্যক্রমে, ঢাকা জেলা রোভারের আওতাভূক্ত ইউনিটসমূহের শতাধিক রোভার স্কাউট অংশগ্রহণ করে ইন্টারনেট ও অ্যামেচার রেডিও ব্যবহারের কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করেছে। বিকাল চারটায় দিনের সমাপনি পর্বে ঢাকা জেলা রোভারের কোষাধ্যক্ষ অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন।
Started Ended
Number of participants
300
Service hours
30
Location
Bangladesh
Topics
Personal safety
Youth Programme

Share via

Share