Profile picture for user lima_gosg
Bangladesh

ঝিল পরিস্কারে রোভার স্কাউট

এই কাজটি করার ক্ষেত্রে আমি সমাজের একটি সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা রাখতে পেরেছি। এটি আমাকে আমার সমাজের উন্নতির জন্য একটি কার্যকর পরিচালক হিসেবে কাজ করার সুযোগ দিচ্ছে এবং আমি এই কাজে নিজেকে সম্পৃক্ত করার মাধ্যমে আমার সুনাগরিক হওয়ার দায়িত্ব পালন করছি। এটি আমার দায়িত্ব, আমি যেন আমার আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখি এখানে আমি আমার সেই দায়িত্বটি পালন করেছি।
ঝিলটি পরিষ্কার করার জন্য এই এলাকার কাউন্সিলর মহোদয় আহবান জানায়। তার আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ স্কাউট এর রেলওয়ে অঞ্চলের স্কাউট ও রোভার স্কাউট এই কাজে তাকে সার্বিক সহায়তা প্রদান করে। ঝিলটি পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য পরিচ্ছন্নতা-কর্মীরা, নানা স্বেচ্ছাসেবক সংগঠন ও স্কাউটরা স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করেন।
আমাদের একটু অসতর্কতার জন্য আমাদের চারপাশে পরিবেশ নষ্ট হচ্ছে ,দূষিত হচ্ছে। এই দূষনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ছে নানা অসুখ। চারপাশে মানুষ এই পরিবেশ দূষণের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের উচিত পরিবেশ দূষণের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা এবং আমাদের চারপাশ পরিষ্কার রাখা।
Started Ended
Number of participants
1
Service hours
18
Beneficiaries
870
Location
Bangladesh
Topics
Healthy Planet
Good Governance
Humanitarian action
Peacebuilding

Share via

Share