জয়পুরহাট মুক্ত রোভার স্কাউট গ্রুপের ডে ক্যাম্পের  সবজী বীজ বিতরন এবং রোপন
Profile picture for user Salehur Rahman Sajeeb_1
Bangladesh

জয়পুরহাট মুক্ত রোভার স্কাউট গ্রুপের ডে ক্যাম্পের সবজী বীজ বিতরন এবং রোপন

জয়পুরহাট মুক্ত রোভার স্কাউট গ্রুপের আয়োজনে। আজ জয়পুরহাট জামালপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডে-ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পের সদস্যরা স্থানীয় ১০০ টি বসতবাড়িতে বিভিন্ন রকমের শাক সবজি বীজ রোপন ও বিতরণ করেন। 

সবজি হিসেবে লালশাক, ডাঁটাশাক, কলমিশাক, মুলা শাক, পুইশাক, পালংশাক ও পাটশাকের বীজ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

এছাড়াও মধ্য মেয়াদী সবজি হিসেবে, শসা, লাউ, মিষ্টি কুমড়া, করলা, মরিচ, বরবটি ও শিমের বীজ বিতরণ দেয়া হবে। শিম বীজ স্বল্পকালীন এবং অন্যান্য বীজ হাইব্রিড হবে।

Number of participants
49
Service hours
539
Location
Bangladesh
Topics
Youth Programme
Youth Engagement
Communications and Scouting Profile
Global Support Assessment Tool

Share via

Share