জয়পুরহাট মুক্ত রোভার স্কাউট গ্রুপের ডে ক্যাম্পের সবজী বীজ বিতরন এবং রোপন
জয়পুরহাট মুক্ত রোভার স্কাউট গ্রুপের আয়োজনে। আজ জয়পুরহাট জামালপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডে-ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পের সদস্যরা স্থানীয় ১০০ টি বসতবাড়িতে বিভিন্ন রকমের শাক সবজি বীজ রোপন ও বিতরণ করেন।
সবজি হিসেবে লালশাক, ডাঁটাশাক, কলমিশাক, মুলা শাক, পুইশাক, পালংশাক ও পাটশাকের বীজ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
এছাড়াও মধ্য মেয়াদী সবজি হিসেবে, শসা, লাউ, মিষ্টি কুমড়া, করলা, মরিচ, বরবটি ও শিমের বীজ বিতরণ দেয়া হবে। শিম বীজ স্বল্পকালীন এবং অন্যান্য বীজ হাইব্রিড হবে।