জোটা-জোটি ২০২০ উপলক্ষে টাস্ক ফোর্সের মনিটরিং সভা
আগামী ১৬-১৮ অক্টোবর ২০২০ বিশ্ব ব্যাপী জোটা- জোটি ২০২০ অনুষ্ঠিত হবে। জোটা-জোটি ও জোটস ২০২০ সফলভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের মনিটরিং টাস্ক ফোর্সের সভা ১৪ অক্টোবর তারিখে অনুষ্ঠিত হয়।