জলবায়ু রক্ষায় বৃক্ষরোপণ
একটি সুন্দর ও সুস্থ পৃথিবীর জন্য গাছ অনেক উপকারী উপাদান। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ ও পরিবেশের ক্ষতিকর পদার্থ কার্বণ-ডাই-অক্সাইড শোষণ করে নেয়। বাংলাদেশ সরকারের এস ডি জি উন্নয়ন এর লক্ষ্যের একটি অন্যতম লক্ষ্য বৃক্ষরোপণ। নিজেকে সুস্থ রাখতে,ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছ লাগানো প্রয়োজন।
আমরা আমাদের ইউনিটের ৭ জন স্কাউট গত ১৩-৮-২০২৪ তারিখ ৮ টি নারিকেল গাছ রোপণ করি। আমরা আমাদের স্কুলের প্রাঙ্গণের পাশ দিয়ে এই গাছগুলো রোপন করি। আমাদের সাথে ছিল বাংলাদেশের দৈনিক পত্রিকা "যুগান্তর" থেকে আসা সাংবাদিক।
গাছের উপকারিতা সম্পর্কে জেনেছি। জেনেছি গাছ রোপণ করার ধাপসমূহ। কিভাবে গাছ বৈশ্বিক উষ্ণায়ন কমাতে সাহায্য করে তা অনুধাবন করতে পেরেছি।