জেলা সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ-২০২০
"বগুড়া জেলা সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ''
বগুড়া জেলা রোভার এ আয়োজিত গত ১০-১০-২০২০ রোজ শনিবার বগুড়া জেলা সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনলাইন এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।আয়োজিত ওয়ার্কশপে জেলার সকল ইচ্ছুক রোভারা অংশগ্রহণ করেন। এবং ওয়ার্কশপে উপস্থিত ছিলেন জেলা রোভার এর সন্মানিত সভাপতি জনাব মো;জিয়াউল হক(জেলা প্রশাসক,বগুড়া)। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা রোভার এর সম্পাদক, যুগ্ম সম্পাদক, ডিআরএসএল সহ অনান্য স্কাউটারবৃন্দ।