
জাতীয় শোক দিবস ১৫ই আগষ্ট
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলা রোভার এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং স্বরচিত কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা ১৫ আগস্ট ২০২০ (শনিবার) বিকাল ৫ টা ৩০ মিনিটে জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলা রোভার এর কমিশনার প্রফেসর শাহ্ মোঃ জিয়াউল হক-এর সভাপতিত্বে এবং স্কাউটার রফিকুল ইসলাম ওপেন স্কাউট গ্রুপ এর রোভার স্কাউট লিডার জনাব মোঃ রেজাউল করিম, পিআরএস এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা রোভার এর যুগ্ম সম্পাদক জনাব মোঃ সাইফুল ইসলাম।
অতিথি ও স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এর ময়মনসিংহ বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি প্রফেসর মোঃ লুৎফর রহমান; বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চল এর আঞ্চলিক উপ পরিচালক জনাব মোসাঃ মাহফুজা পারভীন; বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চল এর কোষাধ্যক্ষ জনাব মোঃ আশরাফুল ইসলাম; জেলা রোভার এর কোষাধ্যক্ষ জনাব এ.কে.এম সামছুজ্জামান; জেলা রোভার এর সম্পাদক ড. মোঃ জহিরুল আলম এবং জেলা রোভার এর সহকারী কমিশনারবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা রোভার এর বিভিন্ন ইউনিট এর রোভার স্কাউট লিডার; রোভার এবং গার্ল ইন রোভারবৃন্দ।
আলোচনা সভা এবং স্বরচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পর মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, জেলা রোভার এর কোষাধ্যক্ষ জনাব এ.কে.এম সামছুজ্জামান।
সবশেষে, সকলের মঙ্গল কামনা করে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
#bsroverregion