জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে ইউএনডিপি’র হিউম্যান রাইটস প্রোগ্রামের সহায়তায় সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে ইউএনডিপি’র হিউম্যান রাইটস প্রোগ্রামের সহায়তায় সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তাড়াশ পৌরসভার আওতাধীন ১৮ টি গ্রামের ২০৫টি প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের মাঝে গত ২৮ সেপ্টেম্বর সোমবার ১২টায় আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে এই ত্রাণ বিতরণ কর্মসূচির সমন্বয় করে সিরাজগঞ্জ জেলার লিড এনজিও এনডিপি এবং ব্যবস্থাপনায় ছিল স্থানীয় বেসরকারী সংস্থা পরিবর্তন।
উক্ত ত্রাণ বিতরণ উদ্বোধন করেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি ও উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম। এসময় উপস্থিত ছিলেন তালম ইউনিয়ন চেয়ারম্যান আব্বাছ-উছ-জামান, তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, তাড়াশ উপজেলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী এবং পরিবর্তনের পরিচালক আবদুর রাজ্জাক রাজু।
National Human Rights Commission, Bangladesh
The Embassy of Switzerland in Bangladesh
United Nations Development Programme in Bangladesh