জাতীয় কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) সেবা মুক্ত স্কাউট গ্রুপ পরিদর্শন

বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) জনাব কাজী নাজমুল হক নাজু , জাতীয় উপ কমিশনার (ভূ সম্পত্তি) জনাব মোহাম্মদ আলী মিয়া, উপ কমিশনার (উন্নয়ন)স্থপতি আহাসিন আলম , জাতীয় উপ কমিশনার ( প্রকল্প) জনাব আবু সালেহ মো: মহিউদ্দিন খান, জাতীয় উপ-কমিশনার (বিধি) ব্যারিস্টার মইন ফিরোজী, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, সিরাজগঞ্জ এর মাঠ পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে সিরাজগঞ্জ ক্রসবার -৩ অবস্থিত সেবা মুক্ত স্কাউট গ্রুপ এর স্কাউট গার্ডেন পরিদর্শন করেন। এসময় জাতীয় কমিশনার মহোদয় কে ফুলেল শুভেচ্ছা জানান সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি জনাব এম.এম কামরুল হাসান (পিআরএস) আর এস এল আসলাম হোসেন, বাংলাদেশ স্কাউস এর সহকারি পরিচালক জনাব রাজিব আহমেদ, ইউনিট লিডার মো: ইমন আলী সহ গ্রুপের বয়স্কাউট ও রোভার স্কাউট সদস্য বৃন্দ। জাতীয় কমিশনার মহোদয় সেবা মুক্ত স্কাউট গ্রুপ এর বিভিন্ন কার্যক্রম দেখে বলেন, সিরাজগঞ্জ জেলার স্কাউটিং কার্যক্রম গতিশীল করতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমরা জাতীয় সদর দপ্তর থেকে তা পর্যবেক্ষণ করছি। তিনি দলের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে সেবা মুক্ত স্কাউট গ্রুপ কে একটি সাউন্ড সিস্টেম উপহার দেওয়ার ঘোষণা দেন।
Number of participants
40
Service hours
280
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Global Support Assessment Tool
Communications and Scouting Profile
Growth
Partnerships

Share via

Share