জাতীয় আয়কর মেলায় ঢাবি রোভারদের সেবাদান কার্যক্রম

বিগত ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর ২০১৯ সুদীর্ঘ সাত দিনব্যাপী রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় জাতীয় আয়কর মেলা ২০১৯। আয়কর রির্টান জমা দিতে আসে ঢাকা বিভাগের বিভিন্ন শ্রেনিপেশার মানুষ। জাতীয় আয়কর মেলা ২০১৯ এ সেবাদান করে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট এর ১৫০ জন রোভার। ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটদের সাথে ছিল ইডেন মহিলা কলেজের গার্ল ইন রোভার এবং হোম ইকোনোমিকস কলেজের গার্ল ইন রোভাররা ও অন্যান্য ইউনিটের মোট ৪০০ জন রোভার। পুরো আয়কর মেলায় রোভারদের সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জনাব ফয়সাল আলম খান বাপ্পি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট এর সোনালি অর্জন এবং দক্ষ ও চৌকস রোভার। ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর ২০১৯ সাতদিন ব্যাপী রোভাররা সফলতার সাথে তাদের সেবা কার্যক্রম সমাপ্ত করে।
Started Ended
Number of participants
400
Service hours
28000
Topics
Legacy BWF
Personal safety
Youth Programme
Youth Engagement

Share via

Share