ইউনিট পরিদর্শন (হবিগঞ্জ জেলা)
বাংলাদেশ স্কাউটস,
স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও গ্রোথ বিভাগের
বিভিন্ন জেলার পরিসংখ্যান ও তথ্য সংগ্রহ কার্যক্রম...
গত ২৯-৩১ অক্টোবর হবিগঞ্জ জেলার ৯ টি রোভার, ৯ টি কাব ও ২০ টি স্কাউট দলে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। এছাড়া লিডার ও কাব,স্কাউট এবং রোভার দের সাথে স্কাউটিং নিয়ে মতবিনিময় করি। কাব, স্কাউট ও রোভার প্রোগ্রাম বাস্তবায়নের বিষয়ে সল্প সময়ে তাদের কে ধারণা প্রদান করার চেষ্টা করি।
ধন্যবাদ অত্র জেলা স্কাউট সম্পাদক, সদর, চুনারুঘাট ও বাহুবল উপজেলা সম্পাদক, জেলা রোভারের সম্মানিত কমিশনার, সম্পাদক,ডি আর এস এল, জালাল উদ্দিন রুমি স্যার সহ সকল রোভারদের যারা আমাদের কে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য।আপনাদের এই সহযোগিতা আমাদের সামনের দিনগুলোতে অনুপ্রেরণা প্রদান করবে।
বিশেষ ধন্যবাদ সেই সকল ইউনিট লিডার দের যারা আমাদের সময় দিয়ে আমাদের কাজ সম্পাদন সহজ করে দিয়েছেন।