ইউএনডিপি বেষ্ট ইয়ুথ লিডার নির্বাচিত

ইউএনডিপি বেষ্ট ইয়ুথ লিডার নির্বাচিত

ইউনাইটেড ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম (UNDP Bangladesh) অনেক দেশেই স্বেচ্ছাসেবী কার্যক্রম রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও Human Rights program ( HRP) কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন নেটওয়ার্কের সাথে জড়িত প্রায় ৬৪ জন ইয়ুথ রিপ্রেজেন্টেটিভদের নিয়ে ২০১৭ সালের ১৩-১৪ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (BICC) তে অনুষ্ঠিত হয়েছিল “ action and Engagement of ethnic minority youth leader ” ৬৪ জন রিপ্রেজেন্টিভের মধ্যে আমিও একজন ছিলাম।আমি ছিলাম সিরাজগঞ্জ জেলার প্রতিনিধি। এই দিনটিতে আমি সকলে প্রত্যক্ষ ভোটে এবং বিচারকদের মূল্যায়নে বেস্ট ইয়ুথ লিডার নির্বাচিত হই। দিন খুব মজার এবং শেখার ছিল। ধন্যবাদ জানাই #UNDPBangladesh কে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। সারা জীবন মনে থাকবে কান্ট্রি ডিরেক্টর শর্মিলা রসুল, তাসলিমা আপু, বৃতিকা আপু , বিশেষ করে শংকর পাল দাদার কথা। আসলে তারা খুব ভালো এবং হেল্প ফুল মানুষ ছিলেন।আমরা জীবনের শ্রেষ্ঠ দুইটি দিন ছিল।
Number of participants
64
Service hours
3072
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Good Governance
Growth
Communications and Scouting Profile

Share via

Share