ইফতার মাহফিল ও স্কাউট ওন-২০১৮
কাপ্তাই জেলা নেী স্কাউটস এর আয়জনে ১১ই জুন ২০১৮ইং ফ্লটিং পেরাডাইসে ইফতার মাহফিল ও স্কাউট ওন পালন করা হয়। উক্ত স্কাউট ওনে কাপ্তাই জেলা নেী স্কাউটসের সম্মানিত জেলা সচিব, জেলা স্কাউটস লিডার, ইউনিট লিডার, রোভার এবং গার্ল ইন রোভার সহ সর্বমোট ৫০জন অংস গ্রহন করেন।