
International Day of Peace celebrations With 117th Cub scout unit leader skill Course
বাংলাদেশ স্কাউটস প্রশিক্ষণ বিভাগের আয়োজনে শতবর্ষ উডব্যাজ উৎযাপন উপলক্ষে একযোগে সকল অঞ্চলে এবং বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দফতরের আয়োজনে কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্স আয়োজন করা হয়।
বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দফতরের আয়োজনে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাক গাজীপুরে ১১৭ তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্সে ৫৪ জন অংশগ্রহণ করেন প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থী এতে Messenger of Peace সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং International Day of Peace পালন করা হয়।