Indo-Bangladesh Scout Friendship Programme-2020 Closing Ceremony

Indo-Bangladesh Scout Friendship Programme-2020 Closing Ceremony

আজ ৫ জুলাই রবিবার বিকেল ৫.১০ মি. সপ্তাহব্যাপী অনুষ্ঠিত ইন্দো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ প্রোগ্রাম-২০২০ এর সমাপনী অনুষ্ঠান। উল্লেখ্য ২৮ জুন শুরু এ প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। বাংলাদেশ স্কাউটস এর সভাপতি ও ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) এর বিশেষ দূত জনাব আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকেন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার Her Excellency Ms Riva Ganguly Das এবং Chief National Commissioner of Indian Scouts and Guides Dr. K.K. Khandelwal বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত থাকেন। এছাড়াও দুই দেশের স্কাউটস এর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্হি থাকেন। দুই দেশের ৭টি করে ১৪ টি মুক্ত দলের ৩৩৬ জন রোভার ও স্কাউট, এবং কর্মকর্তাসহ প্রায় ৪০০ জন এ ভার্চুয়াল প্রোগ্রামে অংশ নেয়। আজকের বাংলাদেশ স্কাউটস এর পেজে লাইভ প্রচার হয়।
Number of participants
990
Service hours
2970
Topics
Youth Programme

Share via

Share