ঈদের দিনটি সুন্দর এবং ভালো কিছু খাবার খেতে পারবে।
ঈদের সময় সবাই চায় তাদের বাসায় সুন্দর কিছু খাবার রান্না হবে। কিন্তু সবারই ভাগ্য হয়ে ওঠে না। তাই আমরা তাদের পাশে দাঁড়ানোর ছোট্ট একটি চেষ্টা করি। আমাদের কারণে হয়তো কিছু সংখ্যক পরিবার ঈদের দিনটি সুন্দর যাবে এবং ভালো কিছু খাবার খেতে পারবে। আমাদের একটি ভাল কাজ হয়তো অন্যদের এই ভালো কাজটি করতে আগ্রহ বাড়াবে।
আমাদের গ্রুপের সভাপতি নেতৃত্বে আমরা এই বিতরণ করি। শাহজাহানপুর মোড়ে আমরা এই বিতরণ করি। আমাদের এরকম কাজের মাধ্যমে গরিব লোকেরা অনেক উপকৃত হবে। আমাদের সবার এরকম কার্যক্রমের কারণে সমাজে গরিব ধনীর ভেদাভেদ আর থাকবে না।
আমি দেখতে পেলাম অনেক লোক আছে যাদের আমাদের সাহায্য এর অনেক প্রয়োজন। আমরা সবসময় বলি আমাদের এটা নেই ওটা নেই। কিন্তু আমাদের থেকে অনেক খারাপ অবস্থার লোকেরাও আছে। তাই আমাদের সবসময় শুকরিয়া থাকা উচিত। আমাদের সবসময় গরীব লোকেদের পাশে দাঁড়ানো উচিত। তাদের ভালো-মন্দ সময় তাদের পাশে থেকে সাহায্য করা উচিত। গরিব লোকেদের সাথে খারাপ আচরণ করা উচিত নয়।