ঈদ বস্ত্র বিতরণ
২০১৯ এর ঈদের সময় সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ১০০ বস্ত্র বিতরণ করা হয়। তাদের সামান্য খুশি আমাদের মনে এনে দেয় আনন্দ। ভালো কাজ কখনো কেও জোর করে করাতে পারে না। সেটা মন থেকে জাগ্রত হয়। সকলের মতো নতুন পোষাক পরে ঈদেন নামাজ যেন তারা পরতে পারে এবং অনন্দে যেন তারা ঈদ উদযাপন করতে পারে তাই এই ঈদ বস্ত্র বিতরণ। সকল মানুষ এভাবে সকলের পাশে দাড়ালে সকলেই আনন্দে জীবনযাপন করতে পারবে।