ঈদ আনন্দ ভুলে বন্যার্তদের পাশে জিনিয়াস ওপেন
বানভাসি মানুষের সাথে সম্পূর্ণ স্বাস্থ্য সচেতনতা বজায় রেখে ঈদের সময়টুকু ভাগাভাগি করে নেয় "জিনিয়াস ওপেন স্কাউট গ্রুপ" এর একটি ক্ষুদ্র প্রয়াস।
ফরিদপুর জেলার ভাঙা থানায় গ্রুপের সাধ্য অনুযায়ী কিছু পরিবারকে শুকনো খাবার, বন্যা-কালীন সময়ের প্রয়োজনীয় ঔষধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি বিতরণ করা হয়। বন্যা ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোকে নির্বাচন করে তাদের মাঝে সুষ্ঠুভাবে উপহার সামগ্রী তুলে দিতে সহায়তা করেন স্থানীয় সমাজ সেবক জনাব মিসেস সরোয়ার।
যেখানে পুরো গ্রাম বুক সমান পানিতে তলিয়ে আছে, সেখানে ঈদ যে একটি বিশেষ দিন সেটা তারা কল্পনাও করতে পারেন না। কেমন কাটবে ঐ সমস্ত অসহায় ক্ষতিগ্রস্থ পরিবারের ঈদ? অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়াতে গত ২রা আগস্ট ২০২০ইং, পবিত্র ঈদ উল আজহার ২য় দিন বানভাসি মানুষের সাথে সম্পূর্ণ স্বাস্থ্য সচেতনতা বজায় রেখে ঈদের সময়টুকু ভাগাভাগি করে নেয় "জিনিয়াস ওপেন স্কাউট গ্রুপ" এর একদল রোভার স্কাউট।
খুব বেশি না হলেও যথেষ্ট পরিমান উপহার সামগ্রী পেয়ে বানভাসি অসহায় পরিবার সন্তুষ্টি প্রকাশ করেন। যোগাযোগ ব্যবস্থার ভোগান্তি ভোগ করা সত্ত্বেও সম্পূর্ণ বিশৃংখলাবিহীন ভাবে "জিনিয়াস ওপেন স্কাউট গ্রুপ" অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। এছাড়া ৭ টি পরিবারের ঘরের মালামাল অপসারণ করে উঁচু স্থানে পৌঁছে দিতে যথাযথ ভাবে কাজ করেন। এর সাথে বানভাসি মানুষদের জন্য "করোনায় করনীয়" স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন।