ঈদ আড্ডা।
ঈদ আড্ডা ১৮আগষ্ট অনুষ্ঠিত হয় অনলাইন মাধ্যমে। করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য অনলাইনেই এই কার্যক্রম চালু করা হয়।এখানে গ্রুপ সভাপতি,স্কাউটটের সম্মানিত ব্যক্তিবর্গ, এডাল্ট লিডার সহ রোভারেরা উপস্থিত হয়ে ঈদ আড্ডার পুনর্মিলনী অনুষ্ঠানটি সুন্দর করে তোলে।
এখানে ৪২জন উপস্থিত হয়েছিল।