Hajj camp cleaning activities 2019
Profile picture for user Scout boy shahadat_1
Bangladesh

Hajj camp cleaning activities 2019

হজ্জ ক্যাম্প ২০১৯ প্রতিবছরের ন্যায় এই বছর ও ২১৪,২১৫ নং আমরা স্কাউট গ্রুপ ঢাকা এর হজ্জ ক্যাম্পে অংশগ্রহন করেছে। আমরা জানি "পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ" তাই প্রতিবছরের ধারাবাহিকতায় এই বছর ও আমরা স্কাউট গ্রুপের সকল সদস্য হজ্জ ক্যাম্প পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। বাংলাদেশ থেকে প্রতিবছর লক্ষাধিক মানুষ হজ্জ পালন করতে মক্কা-মদিনা এ গমন করে। বাংলাদেশের হজ্জ যাত্রীদের হজ্জ পূর্ববর্তী হজ্জ ক্যাম্পে অবস্থান করতে হয়। আমরা স্কাউট গ্রুপ ঢাকা গত ১৯ জুলাই ২০১৯ রোজ শুক্রবার সকাল ১০ টায় রিপোর্ট করে হজ্জ ক্যাম্প এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। যেখানে গ্রুপের ২২ জন রোভার অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৫ জন গার্ল ইন রোভার এবং ১৭ জন রোভার অংশগ্রহণ করেন। উক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এ গার্ল ইন রোভাররা মহিলা ডরমিটরিতে এবং রোভাররা পুরুষ ডরমিটরিতে অবস্থানরত হজ্জ যাত্রীদের সেবা এবং সাথে ময়লা আবর্জনা গুলো পরিষ্কার করে। এছাড়াও আগত হজ্জ যাত্রী দের মালপত্র তদের নিজ নিজ ডরমেটরিতে দিয়া আসা। তাদের যাবতীয় সকল সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি রোভার স্কাউট এর মূল মন্ত্র হলো "সেবা"। সেই মূল মন্ত্রকে ধারন করেই তারা এগিয়ে যায়।
Number of participants
30
Service hours
150
Topics
Youth Programme
Personal safety
Legacy BWF

Share via

Share