Hajj camp 2019 Bangladesh 6th day
Hajj camp 2019.
হজ ক্যাম্প এ রোভার স্কাউটদের সেবাদাম কার্যক্রম শুরু হয়েছে ৩০/০৬/২০১৯ তারিখ। আজ ০৫/০৭/১৯ তারিখ হজ ক্যাম্পে হজ যাত্রীদের সকল কার্যক্রমে রোভার স্কাউটরা সেবা দিচ্ছে। এই সেবা কার্যক্রম পুরো মাস ব্যাপি চলবে। আজ রোভার স্কাউটরা নতুন একটি সেবা দিচ্ছে যার নাম মক্কা রেজিষ্টেশন। তাছাড়া ব্যাগেজ স্টিকার লাগানোর কাজ ও শুরু করেছে রোভাররা। প্রতিবারের ন্যায় এবারও সেবা কার্যক্রম ভালভাবে চলছে।