Hajj camp 2019 bangladesh, 10th, 11th, 12th,13th
Hajj camp 2019.
হজ ক্যাম্প এ রোভার স্কাউটদের সেবাদাম কার্যক্রম শুরু হয়েছে ৩০/০৬/২০১৯ তারিখ। আজ ০৯-১২/৭/১৯ তারিখ হজ ক্যাম্পে হজ যাত্রীদের সকল কার্যক্রমে রোভার স্কাউটরা সেবা দিচ্ছে। আজ রোভার স্কাউটরা বিশেষ একটি সেবা দিচ্ছে যার নাম মক্কা রেজিষ্টেশন। তাছাড়া ব্যাগেজ স্টিকার লাগানোর কাজ ও শুরু করেছে রোভাররা। প্রতিবারের ন্যায় এবারও সেবা কার্যক্রম ভালভাবে চলছে। হাসপাতাল এ হজ যাত্রীদের সেবা কার্যক্রম শুরু হয়েছে। রোভার স্কাউটরা তাদের আইন ও প্রতিজ্ঞা মেনে হজ ক্যাম্পে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।