হজ্জ ক্যাপ সেবাদান কার্যক্রম - ২০২৩।
সম্মানিত হজ্ব যাত্রীরা আল্লাহর মেহমান। আল্লাহ তায়ালা হজ্ব ক্যাম্পে হাজ্বীদের সেবাদান করার তৌফিক দান করেছেন ইনশাআল্লাহ আমাদের ও হজ্জ পালন করার তৌফিক দান করবেন।
হজ যাত্রা শুরু থেকেবাংলাদেশ স্কাউটের বিভিন্ন অঞ্চলের রোভাররা হজ যাত্রীদের সেবাদান শুরু করে আমি তৃতীয় হজ যাত্রী সেবা তৃতীয় শিফটের প্রথম অংশে সেবা দানের সুযোগ পাই আমরা মোট ৮০ জন রোভার ৩০-০৬-২০২ইং থেকে ০৪-০৭-২০২৩ইং সেবা দিয়ে থাকি।
এ বছর বাংলাদেশ থেকে প্রায় এক লক্ষ ৩০ হাজার হজযাত্রী হাঁস পালন করতে যায় তারা সকলেই প্রথম হজ ক্যাম্পে অবস্থান করেনসেখানে বাংলাদেশ স্কাউটের রোভাররা তাদের সেবায় নিয়োজিত ছিল।
হাজীদের সেবা করার জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ ছিল।