হজ রিটার্ন ফ্লাইট ২০২৩
পরিষেবা একটি রোভারের মূল উদ্দেশ্য। হজ-সম্পর্কিত যেকোনো কাজের অংশ হওয়া প্রত্যেকের জন্য গর্বের ও আনন্দের মুহূর্ত। রোভার স্কাউট সম্মানিত তীর্থযাত্রীদের সুস্বাদু ও যথাযথ সম্মানের সাথে সেবা ও সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। সবাই শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করেছে।
এই রোভারগুলি যত্ন এবং বন্ধুত্বের সাথে হাজীদের সেবা করেছিল। তারা নিশ্চিত করেছে যে তাদের নেতৃত্বে থাকা প্রতিটি হাজি সর্বোত্তম সেবা এবং সহায়তা পায় এবং সেই অনুযায়ী এইভাবে কাজ করে।
হজ ফিরতি ফ্লাইট ২৩-০৯ জুলাই 2023 তারিখে শুরু হয় এবং ১৭ জুলাই ২০২৩ তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় শেষ হয়। সরকারি কালিগন্জ শ্রমিক কলেজ রোভার স্কাউটস গ্রপ এর পক্ষ থেকে এই জমকালো অনুষ্ঠানে অংশগ্রহণ করে সম্মানিত হাজীদের সেবা করার সুবর্ণ সুযোগ পেয়ে আমি গর্বিত।
নিজের সর্বোচ্চ দিয়ে তাদের সেবা দেয়ার চর্চা করেছি সাথে বাস্তবিক অনেক জ্ঞান অর্জন করেছি।আর হাজীদের দোয়া পেয়েছি প্রাণ ভরে যা আসলেই তৃপ্তিপূর্ণ, যেটার মূল্য আসলে অসীম।