হাইকিং বাই দ্যা ট্রেন
রাজশাহী থ্রি স্টার ওপেন স্কাউট গ্রুপ আয়োজিত ০১ নভেম্বর ২০১৯ হাইকিং বাই দ্যা ট্রেন অনুষ্ঠিত হয়। সেখানে রাজশাহী জেলার বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের রোভার ও গার্ল ইন রোভাররা অংশগ্রহণ করে। ৩১ অক্টোবর ২০১৯ বিকাল ০৩ঃ ০০ টা পর্যন্ত ছিল রিপোর্ট করার সময়। হাইকিংটি রাজশাহী রেলওয়ে ষ্টেশন থেকে শুরু হয় এবং রহনপুর গিয়ে শেষ হয়।