ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় চাঁদপুর রেসকিউ টিম।

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে চাঁদপুর জেলাকে ৭ নং বিপদ সংকেত দেওয়া হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় চাঁদপুর জেলা স্কাউট ও জেলা রোভার স্কাউটের ডিজেস্টার রেসকিউ টিম প্রস্তুত। জেলা প্রসাশনের নির্দেশে এই স্কাউট রেসকিউ টিম সকল কাজ করবে।সকলে সাবধানে সর্তকতা অবলম্বন করে চলার জন্য অনুরোধ করা গেল।
" ঘূর্ণিঝড় সিত্রাং " মোকাবেলায় প্রস্তুত চাঁদপুর জেলা স্কাউট ও রোভার স্কাউট বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় সিত্রাং আগামীকাল ভোর রাত সকাল নাগাদ বরিশাল চট্টগ্রাম অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড় সিত্রাংএর প্রভাবে কারণে চাঁদপুর জেলাকে ৭ নম্বর বিপদ সংকেতে আওতায় রাখা হয়েছে জেলা চরসমূহে নির্মাণ চল স্বাভাবিকের চেয়েও ৫-৮ফুট অধিক উচ্চতায় বায়ু তাড়িত জলচ্ছাসে প্লাবিত হতে পারেচাঁদপুরে ঘুর্ণিঝড় সিত্রাং এর প্রভাববেশী পড়েছে মেঘনা নদীর পশ্চিমেমতলব উত্তর উপজেলা থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ছোট বড় চরাঞ্চলে। সেখানে বসবাসকারী লোকদেরকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।মেঘনা উপকূলীয় এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে
সোমবার (২৪ অক্টোবর) দুপুরের পর থেকেই জেলা প্রশাসনের নির্দেশনার আলোকে জেলা তথ্য অফিস শহরে এবং গ্রামাঞ্চলে চাঁদপুর জেলা স্কাউট ও রোভার স্কাউট সদস্যরা মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকদেরকে সাইক্লোন সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান ও উচু ভবনে আশ্রয় নেয়ার জন্য বলা হয়। ঘূর্ণিঝড় সিত্রাং " মোকাবেলায় চাঁদপুর জেলা স্কাউট ও রোভার স্কাউট সদস্যদের নিজ নিজ অবস্থানে থেকে গুণীজন মোকাবেলা করতে নির্দেশ প্রদান করা হয়েছে।
Started Ended
Number of participants
30
Service hours
540
Beneficiaries
267
Location
Bangladesh
Topics
Good Governance
Humanitarian action
Interpersonal skills
Initiatives
Peace and Community Engagement
Skills for Life

Share via

Share