ঘুর্নিঝড় "মোরা" মোকাবেলায় চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার তাৎক্ষনিক দূর্যোগ প্রস্তুতি সভা।
ঘুর্নিঝড় "মোরা" মোকাবেলায় চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার তাৎক্ষনিক দূর্যোগ প্রস্তুতি সভা। এতে উপস্হিত ছিলেন চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার ভারপ্রাপ্ত সম্পাদক মো:শাহীন রাজু (এলটি), কাজী নুরুল ইসলাম (উডব্যাজার), এম এ মান্নান, তানভীর সাদি,মোঃ জাফর,মো:ইসমাইল সহ অন্যান্য নেতৃবৃন্দ।