Gender Equality : Human Chain to Stop Violence Against Women
নারীর প্রতি সহিংসতা বন্ধে ১৬দিন ব্যাপি কর্মসূচি নানা ভাবে পালন করা হয়। আর এর একটি হলো এ মানব্বন্ধন যেখানে সমাজের অবহেলিত নিম্ন আয়ের প্রায় কয়েকশ নারী অংশগ্রহণ করে। এদের মধ্যে বেশির ভাগ নারী পারিবারিক সহিংসতার শিকার এবং বাল্য বিয়ে জোর পূর্বক করানো হয়েছে।
আমরা ১০ জন ১৬ দিন ব্যাপী এ নারীদের সাথে কাজ করেছি। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করেছি।তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছি।
আমি একজন লালবাগ ওপেন স্কাউট গ্রুপ, বাংলাদেশ স্কাউটস,ঢাকা জেলা রোভারের একজন গর্বিত রোভার স্কাউট। এসব সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ ও মানবসেবা করতে পারায়।