গৃহহীনদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রচন্ড শীত ও শৈতপ্রবাহ আমাদের যতটা কষ্ট দেয়, যাদের মাথার উপর ছাদ নেই, তাদের জন্যে এই কষ্ট আরও বহুগুণ । গৃহহীন এসব মানুষদের এই শীতের সময়ে সামান্য একটু সাহায্য করতে, আমরা তাদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেই। যাতে এই হাড়কাপানো শীতেও তারা মানবতার উষ্মতায় একটু হলেও শান্তি পেতে পারে।
গৃহহীনদের মাঝে শীতবস্ত্র বিতরণ এটি কোনোভাবেই সহজ প্রকল্প ছিল না। শুরুতেই আমি ও ইউনিটের রোভারেরা তালিকা প্রস্তুত করণ শুরু করে। আমার নির্দেশনা মোতাবেক তারা তালিকা প্রস্তুত করে। এবং আমরা রাতের আধারে কম্বল বিতরণ করার উদ্দেশ্যে বের হই। এতে আমরা যথাযথ ভাবেই সঠিক মানুষদের মাঝে শীতবস্ত্র গুলো পৌছে দিতে সক্ষম হই।
রোভারের লক্ষ্যই হল সেবা। আমাদের উচিত, আমাদের সর্বোচ্চটুকু দিয়ে হলেও মানুষের পাশে দাঁড়ানো। যাতে আমাদের সাথে তারাও আনন্দে থাকতে পারেন। আমরা একটি সুখি পরিবেশ পাই।
Number of participants
8
Service hours
3
Beneficiaries
18
Topics
Better Choice
Humanitarian action
Partnerships

Share via

Share