গরমে পশুদের জন্য বাইরে পানি খাওয়ার পাত্র তৈরি!
বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে ভয়ানক তাপদাহ। এই তাপদাহে সকল প্রাণী বিপাকে পড়েছে। সকলেরই এই তাপদাহে পর্যাপ্ত পানির প্রয়োজন। মানুষের পানি খাওয়ার বিভিন্ন জায়গা থাকলেও আমাদের আশেপাশের প্রাণীগুলোর পানি পান করার কোন জায়গা নাই। তারা দোকানে গেলে তাদের মেরে তাড়িয়ে দেওয়া হয়। আশেপাশে যে কয়েকটি পানির উৎস ছিল সেগুলো এই তা’বদাহে শুকিয়ে গেছে। তাই পরিবেশের এই পরিস্থিতিতে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি সেই সকল অসহায় প্রাণীদের পানি পান করার জায়গা করে দেওয়ার।
প্রাণীদের জন্য এই পাত্র রাখার ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি প্লাস্টিকের অপ্রয়োজনীয় বোতলগুলোকে। প্রথমে আমরা আশপাশ থেকে অপ্রয়োজনীয় প্লাস্টিক বোতল সংগ্রহ করেছি। এরপর সেই বোতলগুলোকে ভালোভাবে ধুয়ে সেগুলোকে পানি ভরার পাত্র হিসেবে ব্যবহার করেছি। এগুলোকে এলাকার আশেপাশে বিভিন্ন জায়গায় স্থাপন করেছি । আমরা এই পাত্রে প্রতিনিয়ত পানি প্রদান করি এবং পুরাতন পানি ফেলে দেই যেন এই গরমে অসহায় প্রাণীগুলো পানি খেতে পারে। এই কাজে এলাকার স্থানীয় মানুষরাও আমাদের সাহায্য করেছে।
পানি সকলের জীবনে একটি গুরুত্বপূর্ণ উপাদান। সকল জীবেরই বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন। আমরা মানুষ, আমরা সৃষ্টির সেরা জীব। আমাদের উচিত সৃষ্টির অন্যান্য জীবের প্রতি সদয় হওয়া। স্কাউটের চতুর্থ আইনে যেটি বলা হয়েছে। এই কাজটি সম্পাদন করার মাধ্যমে আমি বাংলাদেশ স্কাউটস এর চতুর্থ আইনটি নিজের জীবনে প্রতিফলিত করেছি।