গ্রামীন শিশুদের পাঠদান কর্মসূচি
কথায় আছে "শিক্ষাই জাতির মেরুদন্ড"। একটি উন্নত জাতি গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নেই।আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষিত হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই।তাই গ্রামীন শিশুদের জন্যে পাঠদান কার্যক্রম আয়োজন করা হয়।
আমাদের মূল উদ্দেশ্যে ছিল শিশুদের মাঝে শেখার আগ্রহ তৈরি করা।তাই আমরা ৪ জন স্কাউট সদস্যের একটি দল এ কার্যক্রম পরিচালনা করি।এখানে প্রায় ১৫ জন গ্রামীন শিশুদের মাঝে কথা বলার দক্ষতা, আচার-আচরণ,ভদ্রতা ইত্যাদি নৈতিক গুণাবলির পাশাপাশি,বিভিন্ন আনন্দমূলক কার্যক্রম ও গেমসের মাধ্যমে তাদের পাঠদান করি।
দলগতভাবে কাজ করার ফলে আমাদের কর্মসুচী সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। দেশ ও জাতীর উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই।এবং আজকের শিশু আগামীদিনের ভবিষ্যত।তাদেরকে আমরা শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে সক্ষম হয়েছি।