"গাইবান্ধায় বন্যা দূর্গতদের মাঝে রোভারদের ত্রাণ বিতরণ"
Profile picture for user Ahasnat_1
Bangladesh

"গাইবান্ধায় বন্যা দূর্গতদের মাঝে রোভারদের ত্রাণ বিতরণ"

বন্যা কমছে বাড়ছে দুর্ভোগ।বন্যা পরবর্তী কালীন এই সময়ে প্রয়োজন শুকনা আর ভারী খাবারের।গত ১ আগস্ট গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৩নং উদাখালী ইউনিয়নের আল নাদের হোসেন শিশু একাডেমিতে ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।  ঢাকাস্থ মোহাম্মদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আন-নাদিল ইমদাদী আল-ইসলামি এর ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন সমতট ওপেন স্কাউট ঢাকার ৩জন,রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি রোভার স্কাউট গ্রুপের ৭জন,রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ২ জন সহ গাইবান্ধা জেলা রোভারের ১০ জন রোভার সদস্য।  ঐ দিন বেলা তিনটায় রোভার সদস্যদের জরিপকৃত মানুষ স্লিপ হাতে এসে ত্রাণ সংগ্রহ করেন। ত্রাণ সামগ্রী হিসেবে ছিল চাল,গুড়,চিড়া,মশুর ডাল,আলু,মরিচ,পেয়াজ,স্যালাইন, দিয়াশলাই।  এসময় উপস্থিত ছিলেন আন নাদিল এর উপদেষ্টা মোঃ মতিউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ কাওছার হোসেন,টিম লিডার মাসুদ হাসান, গাইবান্ধা জেলা রোভারের সম্পাদক ধীরেশ চক্রবর্তী, জেলা রোভার লিডার মোঃ তামজিদুর রহমান তুহিন, সাবেক রংপুর বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি মোঃ আশিকুর রহমান, সমতট ওপেন স্কাউটস এর আহসান হাবীব, রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মোঃ আবু হাসনাত, গাইবান্ধা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি মোঃ দিদারুল ইসলাম নিশাদ প্রমূখ।  এসময় আন নাদিল ইমদাদী আল ইসলামি এর উপদেষ্টা মোঃ মতিউর রহমান বলেন,"আমাদের সংগঠন আপদকালীন সময়ে মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, মেডিকেল সাপোর্ট, ব্লাড গ্রুপিং করে থাকি।আপনাদের গাইবান্ধা আসতে পেরে আমরা আনন্দিত। তিনি রোভারদের কথা উল্লেখ করে আরো বলেন, রোভার স্কাউটরা আমাদেরকে আপনাদের পেতে সার্বিক সহায়তা করেছে।তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের এই সেবার ধারা চলমান থাকুক" কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠ ও সুন্দরভাবে উদাখালী ইউনিয়নের বন্যায় দূর্গতের মাঝে ত্রান বিতরন করে যেমনটি সার্থক আন নাদিল ও রোভার স্কাউটরা। ত্রান পেয়ে তেমনটি সন্তুষ্ট উদাখালী ইউনিয়নের ত্রানভোগী মানুষেরা।
Started Ended
Number of participants
30
Service hours
300
Location
Bangladesh
Topics
Legacy BWF
Good Governance
Youth Engagement
Youth Programme

Share via

Share