Profile picture for user sabbirhossain001
Bangladesh

গাছ লাগিয়ে যত্ন করি,সুস্থ প্রজন্মের দেশ গড়ি।

বৈশ্বিক পরিস্থিতিতে অক্সিজেনের স্বল্পতা ও কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত স্লোগান গাছ লাগাই পরিবেশ বাছাই থেকে অনুপ্রাণিত হয়েছি।

"করবো ভূর্মি পূর্ণরুদ্বার,রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের ,খরা সহনশীলতা।" বিশ্ব পরিবেশ দিবস ২০২৪-উপলক্ষে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে প্রফেসর এম.এ. বারী স্যার সহ-সভাপতি বাংলাদেশ স্কাউটস এর উপস্থিতিতে আমরা প্রায় এক শতাধিক গাছ আমাদের কলেজ ক্যাম্পাস ও এর আশেপাশে রোপন করেছি। এতে করে পরিবেশে চলমান তীব্র দাবদাহ ও আবহাওয়ার বিরূপ প্রভাব থেকে পরবর্তী প্রজন্ম রক্ষা ও আশেপাশের পাখিদের আবাসস্থল নিশ্চিত হবে।

চলমান তীব্র দাবদাহ ও পরিবেশের বিরূপ আবহাওয়া থেকে রক্ষা পেতে গাছ রোপনের গুরুত্ব অপরিসীম।

Number of participants
20
Service hours
3
Beneficiaries
1500
Location
Bangladesh
Topics
Healthy Planet
Nature and Biodiversity
Responsible consumption
Initiatives
Environment and Sustainability

Share via

Share