
গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।
গাছ লাগানো মানে ভবিষ্যৎকে সবুজ ও নিরাপদ করা। এটি আমাদের অক্সিজেন দেয়, পরিবেশ রক্ষা করে এবং আগামী প্রজন্মকে উপহার দেয় সুন্দর একটি পৃথিবী।
আমাদের এই বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি টি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এ সম্পন্ন করি। ইনস্টিটিউট কর্তৃপক্ষের উদ্যগে এ বৃক্ষ রোপন করা হয়। সকলকে বেশি বেশি করে বৃক্ষ রোপন করার জন্য উদ্বুদ্ধ করা হয়।আমাদের এই বৃক্ষ রোপন কর্মসূচিতে আমরা ১০ জন রোভার স্কাউট অংশগ্রহন করি এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ করি। তারা সেই গাছ গুলো তাদের বাসা বাড়ির আশে পাশে রোপন করবে। এই বৃক্ষ গুলো পেয়ে অনেক আনন্দিত হয়।
আমরা বৃক্ষরোপণ প্রকল্প থেকে শিখেছি যে প্রকৃতিকে ভালোবাসা মানে নিজেদের ভবিষ্যৎকে নিরাপদ করা। গাছ শুধু পরিবেশকে সুন্দর করে না, এটি আমাদের শুদ্ধ বাতাস, ছায়া, ফল ও জীববৈচিত্র্য রক্ষার উপায়। একসাথে গাছ লাগিয়ে আমরা দলগত কাজ, দায়িত্ববোধ, এবং প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করেছি। সবচেয়ে বড় শিক্ষা হলো—একটি ছোট উদ্যোগও ভবিষ্যতের জন্য বড় পরিবর্তন আনতে পারে।