
Friends Open Scout Group Annual Camp
ফ্রেন্ডস ওপেন স্কাউট গ্রুপ, ঢাকা কতৃক আয়োজিত বার্ষিক তাঁবুবাস,প্রশিক্ষণ ও দীক্ষা অনুষ্ঠান, ২০১৯ এমারত হোসেন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। একই সাথে গ্রুপ কাউন্সিল সভা হয় এতে গ্রুপ কমিটি অনুমোদিত সহ গ্রুপের ভবিষ্যত কার্যক্রম পন্থা আলোচনা হয়। ১৭-১৯ অক্টোবর ক্যাম্প হয় কাউন্সিল ১৮ অক্টোবর অত্র স্কুলে সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এখানে মোট ৭৬ জন অংশগ্রহণ করে।