Faizur Rahman Ideal Institute Scout Group Annual Camp 2019
Profile picture for user A.K.M Navid_1
Bangladesh

Faizur Rahman Ideal Institute Scout Group Annual Camp 2019

ফয়জুর রহমান আইড়িয়াল ইন্সটিটিউট স্কাউট গ্রুপ আয়োজিত বার্ষিক তাবুবাস ২০১৯ এ আমি অংশগ্রহণ করি। ৪/১০/২০১৯ তারিখে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় ক্যাম্পের আনুষ্ঠানিকতা। তবে সেটা ছিল এক ভিন্ন রকমের অংশগ্রহণ।আগে কাব বা স্কাউট হিসাবে অংশগ্রহন করলে ও এই ক্যাম্প এ আমি ১ম বারের মতো ক্যাম্পের সিকিউরিটি ডায়রেক্টর হিসাবে দায়িত্ব পালন করি।এই ৩ দিনের ক্যাম্পে রয়েছে আমার হাজারো স্মৃতি। আর পরিচিত হয়েছি নতুন নতুন অনেক কাব ও স্কাউট ছোট ভাইদের সাথে। এই পুরো ক্যাম্প টা আমার কাছে মনে হয়েছিল কয়েক ঘন্টার মধ্যেই যেন শেষ হয়ে গেলো। আসলে তাদের সাথে এভাবে মিশে গেছিলাম, কখন যে সময় চলে গিয়েছিল বুঝতে পারি নাই। আর ৬/১০/২০১৯ তারিখে তাবু জলসার মধ্যে দিয়ে ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে।
Started Ended
Number of participants
600
Service hours
31200
Topics
Youth Programme
Personal safety
Partnerships
Growth

Share via

Share