এতিমখানা মাদ্রাসার শিশুদের ইফতার আয়োজনে সহায়তা।

মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব রমজান পালন করা, রমজানের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং নিজে একা ইফতার না করে সকলকে নিয়ে ইফতার করা অধিক উওম।
সমাজে আমরা যারা অন্যদের তুলনায় আর্থিকভাবে সচ্ছল, তাদের দায়িত্ব নিম্ন লোকেদের সাহায্য করা। এবং এত সুন্দর একটি রমজানের অনুষ্ঠান সবাই একসাথে আপন করে নেওয়া। আমরা সেই দায়িত্বেই পালন করতে এগিয়ে আসলাম।
একটি প্রাইভেট স্কুল আয়োজন করে, এতিমখানা মাদ্রাসার প্রায় ২০০ ও অধিক ইফতার আয়োজন করা। এটি স্কুল কর্তৃপক্ষের একারেজ কার দ্বারা সম্ভব ছিল না, তাই তারা রবার দের মধ্যে থেকে বলেন্টিয়ার সাহায্যের জন্য চাচ্ছিলেন। আমরা প্রায় ৫০ জন ভলেন্টিয়ার দায়িত্ব পালন করেছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবেই পরিচালিত হয়েছে।
সেখানে আমরা সেবা প্রদান করতে গিয়েছি এবং সেখানে সেবা প্রদান মাধ্যমে আমরা নিজেদের একটি তৃপ্তি অর্জন করেছি। ছোট ছোট শিশুর সেখানে ইফতার করেছে, তাদের যখন যা প্রয়োজন হয়েছে আমরা তা এনে দিয়েছি, দেওয়ার চেষ্টা করেছি। এভাবেই আমাদের এই প্রোগ্রামটি আমরা পরিচালনা করি, সবাই নিজ নিজ জায়গা থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে এবং আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে কাজটি সম্পন্ন করেছি।
Number of participants
2
Service hours
12
Beneficiaries
250
Location
Bangladesh
Topics
Health lifestyles
Humanitarian action
Communications and Scouting Profile
Initiatives
Peace and Community Engagement

Share via

Share