
এসো কোরআন শিখি - পাঠ ০১
এসো কোরআন শিখি-
পাঠ ০১ : আরবি বর্ণমালা ও মাখরাজ।
আরবি বর্ণমালা ২৯ টি। যথা -
ا ب ت ث ج ح خ د ذ ر ز س ش ص ض ط ظ ع غ ف ق ك ل م ن و ه ء ي
মাখরাজ ১৭টি।
যে স্থান থেকে হরফ (বর্ণ) উচ্চারিত হয় সে স্থানকে মাখরাজ বলা হয়। যথা :
১। হলক্ব বা গলার শেষভাগ যা বুকের সাথে লাগানো। হলকের শুরু হইতে দু’টি হরফ উচ্চারিত হয়। ء- ه
২। হলকের বা গলার মধ্যভাগ হইতে দু’টি হরফ উচ্চারিত হয়- ع-ح
৩। হলক বা গলার প্রথমভাগ যা মুখের নিকটবর্তী। হলকের শেষ হইতে দু’টি হরফ উচ্চারিত হয় خ -غ
৪। জিহবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া ق উচ্চারিত হয়। (জিহবার গোড়াটুকু তার সোজা বরাবর উপরের তালুর সাথে ধাক্কা লাগিয়ে ق উচ্চারণ করতে হয়।)
৫। জিহবার গোড়া থেকে একটু সামনের অংশ ও তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া ك উচ্চারিত হয়। (জিহবার গোড়া থেকে একটু সামনের অংশ তার বরাবর উপরের তালুর সাথে ধাক্কা লাগিয়ে ك উচ্চারণ করতে হয়।)
৬। জিহবার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া ج- ش- ي
উচ্চারণ করতে হয়।
৭। জিহবার গোড়ার ডান কিংবা বাম কিনারা এবং উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ض উচ্চারিত হয়।
৮। জিহবার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ل (লাম) উচ্চারিত হয়।
৯। জিহবার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া ن (নূন) উচ্চারিত হয়।
১০। জিহবার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া ر (র) উচ্চারিত হয়।
১১। জিহবার অাগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ط-د-ت উচ্চারিত হয়।
১২। জিহবার অাগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ص-س-ز
উচ্চারিত হয়।
১৩। জিহবার অাগা সামনের উপরের দুই দাঁতের অাগার সঙ্গে লাগিয়ে ظ -ذ ث - উচ্চারণ করতে হয়।
১৪। নিচের ঠোঁটের পেট এবং সামনের উপরের দুই দাঁতের অগ্রভাগ থেকে ف হরফ উচ্চারিত হয়।
১৫। দুই ঠোঁট হতে و-ب -م
উচ্চারিত হয়। ب দুই ঠোঁটের ভেতর দিকের ভেজা অংশ একত্রিত করে। م দুই ঠোঁটের কিছুটা বাহির দিকের শুকনো অংশ একত্রিত করে। و দুই ঠোঁটকে সংকুচিত ও গোল করে দুই ঠোঁটের মধ্যখানে সামান্য সরু ফাঁক রেখে উচ্চারণ করতে হয়।
১৬। মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়। মদের হরফ ৩ টি।
যবরের বামপাশে খালি আলিফ, পেশের বামপাশে জযম ওয়ালা ওয়াও, যেরের বামপাশে জযম ওয়ালা ইয়া। মদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়।
ا- و- ي
এই তিনটি হরফ মুখের ভিতরের শূন্যস্থান থেকে উচ্চারিত হবে।
১৭। নাকের বাঁশি বা নাসিকামূল হতে গুন্না উচ্চারিত হয়। গুন্না হলো- নাক দিয়ে নম্র আওয়াজ বের করা। যেমন- ان – انت আন্না, আংতা।