একটি শিশু একটি গাছ 2020

গ্লোবাল কমিউনিটি অর্গানাইজেশনের উদ্দোগে "একটি শিশু একটি গাছ" এই মূল মন্ত্রে বাঘা উপজেলার সোনাদহ গ্রামে ও চারঘাট উপজেলার পান্নাপাড়া গ্রামের কিছু অংশ শিশুদের গাছ বিতরন করা হয় । গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছে অবদান সবচেয়ে বেশি। গাছ থেকে পাওয়া অক্সিজেন আমরা গ্রহণ করে বেঁচে আছি। শুধু তাই নয়, গাছ আমাদের নানা ধরনের কাজে লেগে থাকে। গাছ রোপনের ক্ষেএ দিয়ে আমরা বিভিন্ন রকমের কর্মসূচি পালন করে থাকি। আমাদের সর্বক্ষেত্র কাজে লেগে থাকে এই পরিবেশ বান্ধব গাছ। গাছ থেকে আমরা যা পেয়ে থাকি :- গাছ আমাদের জন্য সব ধরনের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। আমাদের পরিবেশের সৌন্দর্য ও ভারসাম্য রক্ষা করেছে এই গাছ। আমাদের খাদ্য চাহিদা পূরণ করতে গাছের অবদান সবচেয়ে বেশি। গাছ হতে আমরা স্বাস্থ্য সম্মত ফল-মূল পেয়ে থাকি যা আমাদের নিজেদের চাহিদা পূরণ করে। গাছ থেকে আমরা কাঠ তৈরি করে আমরা আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র বানিয়ে নিতে পেরেছি। গাছ থেকে আমরা আমাদের অর্থ উপার্জন করতে সক্ষম হতে পেরেছি। গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের ঔষধ পেয়ে থাকি যা দিয়ে আমাদের মানব দেহের রোগ বালাই প্রতিরোধ করা সম্ভব। অনেক মানুষের বিপদে পাশে বন্ধু গাছ অনেক ভূমিকা পালন করে থাকে। সুতরাং পরিবেশ বান্ধব গাছ আমাদের নিজেদের সঠিকভাবে পরিচালনা করতে হবে। সঠিক ভাবে গাছ রোপন ও পরিচর্যা করে গাছের জীবন বাঁচিয়ে রাখতে হবে। অহেতুক গাছ কাটা থেকে বিরত থাকতে হবে এবং অন্যদের কেউ গাছের প্রতি সঠিক ভালোবাসা ও সচেতন করে তুলতে হবে। তবেই আমাদের এই সুন্দর দেশ সব সময় সবুজে ঘেরা থাকবে।
Number of participants
36
Service hours
288
Topics
Youth Programme
Good Governance
Communications and Scouting Profile
Partnerships
Legacy BWF

Share via

Share